ইচ্ছে গুলো উড়ে গেলে।
পাখির মতো ডানা মেলে।
হাওয়ায় হাওয়ায় বয়ে গেল।
ডানা যে কোথায় পেল?
উড়ছে দেখো আকাশ পানে।
ইচ্ছা সকল তো একই মনে।
বেড়ায় উড়ে কীসের সন্ধানে।
চায়না তো আর আমার পানে।
উড়বে সে যে বিশ্বজুড়ে।
কেমন দেখো ভবঘুরে।
ছড়িয়ে দেবে শান্তি গুলো।
বিশ্বজুড়ে হাসির আলো।
প্রাণের সঙ্গে প্রাণ ভরিয়ে।
সবুজের সাথে মন জড়িয়ে।
ছিনিয়ে নিও একটু তারে।
হৃদয়ের ছোঁয়ায় হৃদয় ভরে।
স্মৃতি গুচ্ছের দূরে দূরে।
ধুলায় ভরা সবুজের সুরে।
বিশ্বটাকে সাজে সাজে।
করে যাবো সবুজে সবুজে।
রইবে চেয়ে আমার পানে।
রইব না যখন এই ভুবনে।