তুলপাড় গভীর রাত্রের খঞ্জনায়
কীসেরি ঝড় তুলিল চাতকায়,
কীসেরি পরশে কণ্টক ত্বকে।
এ কেমনে দোলাইল সম্মুখে ।
শূন্য হৃদয়ে উঠিল উষ্ণতমা ।
শূন্যরি কবলিত আকারের মহিমা।
কোমল দশায় দোলায় দুলিল মন।
ইহাতে করিল ব্যগ্র তাহাতে সমাপন।
ইহাতেই রুদ্ধ শ্বাসের মুক্তি ।
ইহাই উত্থিতি, প্রখর আসক্তি।
প্রখর ছিন্ন ভিন্ন বিনাশের তরী ।
অসংযত ঢেউ কালের কান্ডারি।
একাত্বের উজাড়ে খসিয়াছে দীপ্তি।
একত্বেরী সৈকতে বাঁধিবে সমাপ্তি।
সমুচিত চোক্ষে সোমের প্রতিচ্ছবি।
তাহার রূপে পরাভূত সোম, জাহ্নবী।
নেত্রচ্ছদের মিলনে বিশ্ব ঢাকা
চলার ভঙ্গিমা এক বলাকা ।