এখনো ঘুমন্ত! উঠবে কখন?
যেতে হবে যে রণে,
রণ বাদ্য বাজছে দেখো ওই ভুবনে।
জাগো:
নব পল্লবের মতো, না হয় বজ্রের মতো।
তবুও জাগো।
ওই দুমড়ানো চোখে জোর দাও,
ছেড়ে দাও ওই শক্ত নাও।
ছড়িয়ে আছে চারিধারে আগুনের বিস্ফোরণ।
তবুও এখনো ঘুমন্ত! জাগবে কখন?
দিবার দ্বার হয়নি যে বন্ধ,
তাকে ধরিবারে,
আছড়ে পড় ঘাটে ঘাটে।
দিগন্তরেখায় যে মেঘ ঘনিয়ে এসেছে,
তবুও ঘুমন্ত?
পাওনি কি শুনতে ওই যুদ্ধের বাঁশি?
নাকি ঘুমন্তই থাকবে?
তুমুল ঝড়ের প্রান্তে প্রান্তে,
ঘন্টা ধ্বনি বাজিয়ে দাও।
বাজুক তোমারই বাঁশি এই জগতে।
জোর দাও আরও।
কুঞ্চিত পাতাও উঠবে যে কাল,
আর,
তবুও এখনো ঘুমন্ত?
নাকি খবর পাওনি এখনো?
সেও উঠবে, তুমিই কেবল রইবে।
ঘুমন্তই হবে তোমার কাল।