ধর্ম পালন করতে গিয়ে-
মানুষ যদি না হলে,
ব্যর্থ সে ধর্ম পালন
সবই গেল বিফলে।
ভিন্ন ধর্মী দোহাই দিয়ে
করছো হত্যা পুড়িয়ে,
কেমনতর ধর্ম শিক্ষা❓
সংঘাত দিচ্ছো ছড়িয়ে।
ধর্ম শেখায় মানুষ হতে
হিংসা বিদ্বেষ ধর্ম নয়।
ধর্মাচরণ তাকেই বলে
যাতে মানুষ রক্ষা পায়।
ওরে বেকুব ধ্বংসপ্রেমী,
বাঁচতে, বাঁচাতে শেখ আগে ।
বাঁচা-বাড়ার মন্ত্র নিয়ে।
জীবন রাঙাও শুভানুরাগে।