মৃন্ময়ী নয় চিন্ময়ী তুমি-
রূপ যে তোমার প্রতিমা তুল্য,
নাম করণে ভুল হয়নি-
রেখেছ তুমি নামের মূল্য।
তীক্ষ্ণ-গভীর দু'চোখ তোমার-
কৃষ্ণঘন ছোট্ট কেশ
বিদ্যুৎ চমক মুচিক হাসির
দীর্ঘ সময় থাকে রেশ।
অল্প কথা কও যে তুমি
স্বল্পভাষী তবু নও
অল্প কথার ভেতর থেকে
বহু কথাই বলে যাও।