কতই রঙ্গ দেখি দুনিয়ায়,
আম আদমিকে মুলো দিয়ে-
বাবুমশয় আখের গোছায়।
আমজনতার দুঃখবোধে-
হলো নদী চোখের জলে,
লোক চক্ষু ফাঁকি দিয়ে-
ভরবো পকেটে তলেতলে।
আমজনতা হুজুগে চলে
গভীর ভেবে কাজ কি তার ?
বাবু মশাই এই সুযোগে-
আখের গুছিয়ে পগারপার।
(ময়মনসিংহ, ৩.০৯.২০২১)