হে রাত্রি, প্রিয়া আমার
আমার অনুভবে, তোমার পরশে
রাত্রি তোমাতে আমার রাত্রিবাস।

আমার অনুরাগী রাত্রি প্রেমী
ঘ্রাণময় তুমি, বিধাতার অনুভব।

তুমি বিনিন্দ্রিতা! আমি ধ্যানি ঋষি
তোমার রূপমহলের অতন্দ্রিত প্রহরী।

ছন্দবদ্ধ কবিতা তুমি ! কি তোমার ম্রর্মবাণী!
বুঝিনা , তবু কান পেতে রই।

তুমি অধরা অন্ধকার !  রবিঠাকুরের কৃষ্ণকলী ?

বিধাতার সুপ্রভা শত্রু আমার
বিরহতাপে বিদ্রোহী আমি।