অনেক গুলো কবিতার অর্ডার পেয়েছি
যেন ঘরামি কানু
গণি মিয়া যেন কৃষিবিদ শাঈখ সিরাজ
আলু বেগুন উচ্ছে মুলো যা চষে তা বিকোয়
কড়া মুনাফায় ।
আমার কবিতা বিক্রি বাটা শেষ খুচরো দামে।
একটা শক্ত পোক্ত প্রত্যয়ী কবিতা জন্য
অনেক প্রোটিন ক্যালরী ফ্যাট পোড়াতে হয়
যে ক'টি কবিতা আছে - 'রিজেক্ট মাল'
সম্পাদক শা----- বলে ঘুষি বাগাবে ।
হাতের পর হাত রেখে-
টিকটিকির কেলি কৌশল
উত্তর বাড়ীর বুড়ির কলিক পেইনের কাতর ধ্বনি,
কাঁটা তারে লটকানো ফেলানি যেন
ক্রুশে রূপান্তর যীশু ।
নতজানু যৌবন-স্মৃতি শূন্য চিলেকোঠা
ওখানে একটা কষ্ট আছে
গোপন ব্যাধির মতো
মাঝে মাঝ রবি ঠাকুরের লাবণ্য আসে ।
গড় অঙ্কের মতো জীবন
হাতে ঝাল মশল্যা হলুদের দাগ
ঘরের মায়াবতির উপহার-'সহজিয়া রান্না'।
প্রান্তিক পৌরুষ কবি
না এক্টিভ না প্যাসিভ
ভীষণ নিরাপদ নন প্রোডাক্টিভ কবি ।
আমার অস্ত্রে বারুদ নেই, ট্রিগার নেই
কলমের নিবে কালি নেই
রাষ্ট্রের কাছে করমুক্ত পণ্য
সম্পাদকমনডলীর কাছে ফ্রড কবি ।
শাহজাদপুর ,সিরাজগঞ্জ ।
৬ অক্টোবর ২০১৩ ।