আমার করতলে তরল জোছনা
জমাট বাঁধা তুষার মনবী
দু'চোখে অসহায় নদী
কেন তুমি-
নিষেধের তরবারী ঝুলিয়ে রাখো!
তুমি বলো -
ছোঝনাকে নিঃশর্ত মুক্তি দাও
তুষারকে আর্দ করে বাতাসে উড়তে দাও
নদীকে যেতে দাও দূর অজানায়।
তুমি কি জানো-
বুকের সূুর্য জ্বালা, আগুনের খরতাপ
মাতাল জোছনা, নারীর মতো নদী
মৃত্যু শীতল তুষার, আমি যেতে তাদের সাথে।
তবু তুমি -
নিষেধের তরবারী ঝুলিয়ে রাখো!