দিন শেষে ক্লান্ত নিঃশেষ উত্তাপে সুর্য
সমুদ্রের নোনা জলে ডুব দেয়।
সারা দিন সমুদ্রের জলকে করেছে গ্রাস
আকাশে জমাট বাঁধিয়ছে মেঘের।


সমুদ্রে এখন নিকষ কালো রাত্রি।

থরে থরে সাজানো
অন্ধকারের নিপাট আবরন
ঢেকে দেয় নগ্ন সমুদ্রের লজ্জা।

কখনো সমুদ্রের ক্রুদ্ধ নিঃশ্বাস
অন্ধকারের দুয়ারে হাতুড়ি চালায়।
সমুদ্র মন্থিত তার যত বিষ
অন্ধকারের শরীরে ঢেলে দেয়।

সমুদ্রের রুদ্র বুকে দুলে উঠে
অজানা গন্তব্যের জাহাজ।
ক্ষুধিত নাবিক সমুদ্রের অন্ধকারে
দু'চোখে স্বপ্নের ছবি আঁকে-
সোহাগের বৃত্তের বৃন্তের যেখানে
ফুটে আছে নোনা ঘ্রাণের শ্বেত পদ্ম।

সমুদ্রের রাত্রি বড় হাহাকারময়।
প্রেত আত্মার মতো ছায়াহীন প্রেমহীন
শরাহত পাখীর মতো মৃত্যু মুখী।