এমন ঝগড়াটে কাক ! রাতের আছে ঢের বাকি
থাম না বাছা ; করিস না এত ডাকাডাকি ।
এসেছে কেবল রাতের গাড়ি
কালো জলে ডুব দিয়েছে পানকৌড়ি ।
প্রিয়ার ঠোঁটে গাঢ় চুম্বন
কাঁপছে সবে জোড়া যৌবন ।
পড়শি চাঁদ বিছানার পাশে
গ্রিবায় ঝুলন্ত নারী-বিপন্ন বিষাদে ।
এখনো রাত্রি নিদ্রিত ।প্রগাঢ় প্রণয়ে নক্ষত্র বীথি
রজঃবালা প্রতিক্ষিত ।আঁধারে যেন আসবে যৌবন তীথি ।
চোখের কার্নিসে কেবলই স্বপ্নের আনাগোনা
কবিতা এখনও ভ্রুণ ; অন্ধকারে ভুল আল্পনা ।
রাত্রি এখন ঘন যৌবনা
অবুঝ কাক ; ডাকিস না এখন
অন্ধকারের পৃথিবী জুড়ে নেকড়ে যৌবন ।
১০ মার্চ ২০১৪ । সোম বার ।
রচনা শুরু - রাত্রি ১ টা
সমাপ্তি- ১ টা ৩০ মিঃ । শাহজাদপুর ।