যদি সাগরে ঝাঁপ দিয়ে
মুক্তি পাওয়া যেত, আমি ভীতু বিহ্বল,
হে সাগর জলের স্রষ্টা- দয়াময়
মুক্তি দাও বলে, বিসর্জন দিতাম সাগর মহা সাগরে ।
দূর্বাঘাস বৃক্ষ লতা ফল ফসলের অনাবাদী ভূমি
পুঞ্জিভূত মেঘ চেনা অচেনা নক্ষত্র বীথি
কীট কিম্বা নিঃসঙ্গ একটা দ্বীপ -
আমার পাপ পূণ্যের হিসেব কোথায়?
আমার মুক্তির কি উপায়!
নমরুদের দগদগে অগ্নিকুন্ডে
আমি যেন সেই জ্যোতির্ময় পৌরষ।
আমি পুড়ে ছাই হয়ে ছায়াহীন হয়ে মুক্তি চাই।
তুমি অসময়ের ঘড়ির কাঁটায় ঘুমিয়ে থাকো
ভুল মূদ্রার হিড়িম্বা নর্তকী, বিষ কন্যা সীতা, অহল্যা,
আমি কী গৌতমমুনি না অনুগত ভ্রাতা অর্জুন?
আমি বায়ু নন্দন ভীম দশানন রাবণ,
আমি লিভ্যান্টের প্রবল বিক্ষুব্ধ হাওয়া
আমি নিভু নিভু আলো, সদা হারায় হারায় ভয়
বিভ্রান্ত দেউলিয়া হুতাশন।
আমাকে মুক্তি দাও আলোকিত পথেে ।
যদি সাগরে জুড়ায় মন, মুক্ত পায় দেহ
আমি সাগরে মহাসাগরে দিতে পারি প্রাণ ।
হে, অগ্নি জল বায়ু মৃত্তিকার প্রভু
মুক্তি দাও- দুঃসহ কষ্ট ক্লেশ জরা ব্যাধির অবিনাশী
অভিষাপ হতে।
ঈদুল ফিতর, সন্ধ্যা ছ'টা
শাহজাদপুর, সিরাজগঞ্জ
সাত / সাত / 'ষোল।