তুমি অনেক দূর যেতে পারো তোমার অস্থি মজ্জা করটিতে দূরান্ত যৌবন । তুমি মেঘ বালিকা । কবিতার বাস্তুভিটে উঠোন স্বরলিপি ভাসিয়ে দিলে ! তুমি সন্ধ্যা তারা হলে আমি যেতেই পারি নক্ষত্রের রাতে আমার অশ্রু , মুছে দিবে সীমান্তের চিহ্ন ।
দিগন্তরেখা ঘিরে মেঘের জটলা না । বৃষ্টি হবে না সূর্য মুখী , আমি তোমাকে চাই ।
কতটা দূরে যেতে পারো ! সূর্যের দেশে । মৃত্তিকার অতলে সেখানভী কম্পমাস আঁধারি যেখানে।
মেঘে মেঘে আবিষ্ট আলিংঙ্গন । তবু বৃষ্টি নেই ।
আমি কবি রুমী