প্রিয় বেঞ্জামিন মোলয়েস
কিবা অপরাধে তুমি ভালোবাসার আলিঙ্গন ছেড়ে
কোন সে অচেনা নগরে নির্বাসিত হলে !
কবিতা লিখেছ ! কবি কৃষ্ণ বরণ তুমি !
প্রিয় মোলয়েস-
তোমার ঘোর কৃষ্ণ চর্মে
আমারই মতো শুধু তপ্ত স্পর্শ
তোমার ঢেউ খেলানো চুলে
রূপ কথার রাজ কন্যার কি অস্থির স্পর্শ
তোমার হৃদয় তটে প্রেম ভালোবাসা
নিরন্তর খেলা করতো
অনেক দীর্ঘ রজনী কেটেছে তোমার
কবিতা লিখে
তোমার দু'চোখে দুখী মানুষের
কি স্পষ্ট ছবি ৷
তোমার হৃদপিন্ড আর শিরায়
সে তো লাল রক্তের স্রোত
তোমার বুক জুড়ে ছিলো ভালোবাসার
ঘন বুনোটের নকশী পৃথিবী ৷
প্রিয় মোলয়েস-
তবে কি অপরাধে তুমি
কোন সে অচিন বন্দরে পথ হারালে !
কবি তূমি ! কবিতা প্রেমি !
আফ্রিকার কালো মানুষের ছন্দ তুমি
আফ্রিকার চির অগ্নি যুব তুমি
কবিতার রাজ্যে সিংহদ্বার তুমি।
৷৷ অসীম সাহসী হয়ে, ক্ষমা অযোগ্য অপরাধী হয়ে দূর্বল মেধা মনন নিয়ে কবিতাটি লিখেছিলাম ১৯৯১ সনে ৷ বাংলাদেশ তখন শ্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে উত্তাল ৷৷