এ কেমন বেঁচে থাকা
খোদার প্রতি তীব্র অভিমান নিয়ে বেঁচে থাকা,
নিজের প্রতি তীব্র অভিমান নিয়ে বেঁচে থাকা,
অথবা বেঁচে থাকার অভিনয় !
আত্মার ভেতর আত্মা জেগে উঠে
সত্তার ভেতর সত্তা
শরীরের ভেতর শরীর
আর্তনাদের ভেতর আর্তনাদ
মিথ্যার সাথে বিপথগামী সত্যের সঙ্গম
আমাদের ক্রমাগত ভ্রান্তির সাথে তলিয়ে যাওয়া
কিংবা ভেসে উঠা
কেননা এখন তো সমুদ্রের ভেতরও সমুদ্র !
এ এক অনন্তকালীন লুপ
যার ভেতর নিত্য পাক খেতে থাকা
আর নিজের প্রতি অদ্ভূত চোখে তাকিয়ে থাকা
অথবা তাকানোর চেষ্টা করা
কেননা এখন চোখের ভেতরও চোখ !
আমি কিভাবে তোমার কিংবা তোমাদের দিকে তাকাই বল
যখন নিজের অস্তিত্ব নিয়েই ঘুরপাকে মত্ত।
পৃথিবী এখন ঘোরমগ্ন
চারপাশে দেখ পৃথিবীর খুঁটি ধরে কে ঝাঁকায়
বেঁচার পৃথিবীই এখন অস্তিত্ব সংকটে !
আমি আর কোন ছার !
তোমার আমার ভালবাসা জমিয়ে রাখ
তবে অন্য পৃথিবীর জন্য ।
এ পৃথিবী আমার নয়
এখানে বেশ্যার কাতরানিতে কেও কাতর নয়
যতটা কাতর সবাই বেগমের হাঁচিতে হয় ।
এখানে গণিকার চোখের সাথে
রাজকুমারীর চোখের নীলে বড় তফাত
এখানে অধিকার রঙধনুময় !
এ পৃথিবী আমার নয়, তোমার ভালবাসা
জমিয়ে রাখ
নিজেকে কেবল একটিবার দেখে
তারপর দেখো,বাকি জীবন তোমাকে দেখেই কাটিয়ে দিব।
অতঃপর, চিরচেনা লুপে আশার সাথে সহবাস।