আজও তোর না-থাকা উঠতে থাকে
শিরদাঁড়া বেয়ে,
যখন চাঁদের বুড়ি গান শোনায়
আমার পানে চেয়ে।
আজও তোর শরীরের গন্ধ ধাক্কা
লাগে নাকে,
যখন দখিন হাওয়া হাস্নুহানার ঘ্রাণ
ছুটিয়ে ডাকে।
আজও রাতের জানলা খোলা আকাশ
পূর্ণিমার চাঁদ হাসে,
যখন স্মৃতির নৌকায় পাল তুলে মন
চুপ সাগরে ভাসে।
আজও পড়ন্ত বিকেল ফুটবল মাঠ
মিথ্যে করে আড়ি,
যখন দুরের গাঁয়ে আলপথ চলে
একে অন্যের বাড়ি।
আজও পড়ার টেবিল ক্লাসের খাতা
শুধুই আঁকি বুকি,
যখন বাতাস-ঘণ্টা ডাক দিয়ে যায়
ডাইরিতে দিই উঁকি।
আজও নভেম্বরের বিশ আসে
উনিশ করেই পার,
যখন শুভেচ্ছারা বাঁধ ভাঙ্গে
ঘুম ভাঙ্গেনা আর।
আজও দিনের শেষে রাত আসে আর
রাতের শেষে ভোর,
যখন আমি আছি - তুইও আছিস শুধু
দেখা নেই তোর।