ঘাস-পাতা গুলো ঠোঁটেই শুকিয়ে গেল,
ঘর বানানো আর হল না।
তার আগেই তোর ডানা
ঘাড় বাঁকিয়ে করেছে নিশানা,
একটু দুরের প্রাসাদ প্রতিম বাড়িখানা।
হঠাৎ চারদিক কালো করে ঝড় উঠল।
এলোমেলো হল আমার আস্তানা,
ঠিকানা হারানো এক অস্থির ঠিকানা,
নিয়ন্ত্রন হারানো অসাড় পাখনা,
পথ চললো কোনো এক পথে - অজানা।
কয়েকটুকরো জেগে ওঠা স্মৃতি ভাসল-
আদর জড়ানো শুভ্র বিছানা,
তকতকে উঠোন, ফুলের শামিয়ানা,
আধো বুলি, চোখ কাজল টানা,
আমার স্বপ্নেরা আর অন্যের আঙিনা।