ভেতরের আমিটাকে
দূর দিগন্তে রেখে,
জীবনের পর্দায়
কত কাল, আর কত কাল
প্লে করবো -
তোমাদের অভিনীত চলচ্চিত্র ?
আর কত কাল,
বইবো তোমাদের দেয়া রঙের বোঝা ?
সবুজ টিয়ার মতো;
কইবো তোমাদের শেখানো কথা ?
আর কত কাল
আমার আঁচলের ফুল দিয়ে সাজাবো
তোমাদের মনের আঙ্গিনা ?