গাছ কাটিতে করাত লাগে
মাছ কাটিতে দা
মন কাটিতে কি লাগে তা তো বললে না।
জন্মদিনের কেকের মতো কাটলে নিজের মনটা
বন্যফুলে বণ্টন হলে, তোমার হবে কোনটা?
ব্যক্তিত্বের পাসওয়ার্ড উঠে গেছে নিলামে
তুমিহারা এই তুমি বিক্রি হবে
কি দামে?
শুষ্ক প্রাণের রুক্ষ গ্রাহক
আছে, কিছু আছে…
দৃশ্যমান ফাটল; সহে না যাতনা!