তোমারে রচনার এই সূচনা
ভুল বাটন ক্লিক করে, ডিলিট করে দিয়ো না।
গগন, সমীরণ,
পর্বত, সিন্ধু, শিশির বিন্দু;
সকলেই শব্দ সঞ্চয় করে-আমার কলম দিয়েছে ভরে…
ফুলেরাও প্রতিশ্রুতি দিয়েছে-
সৌরভের সাথে শব্দমালা উপহার দেবে বলে।
কোকিলের পেশা বদল-"আমি গান ছেড়ে প্রাণ ভরে পাঠ করব অনন্ত প্রেমের রচনা"
সেদিনের শত প্রশ্ন-
কে তুমি?
কিভাবে হবে পরিচয়?
কি বলব তোমায়?
..............................?
আজ অনুভব উর্বর হয়েছে এক অনন্য উপমায়!