প্রেমিকাকে ফুল দিতে পারলে না
এ কেমন প্রেম ?
ফুলের মূল্য বুঝি, তাই
প্রিয় ফুলটিকে উপহার দিতে, অন্য ফুল ছিঁড়ি না আমি ।
বৃন্ত থেকে ফুলকে বিচ্ছিন্ন করে যে প্রেমিকদল;
তাঁদের দেয়া ফুল থাকে ফুলদানিতে,
প্রেম থাকে বৃত্তের ভেতরে !
আমার একটি বাগান আছে
সে বাগানের পুষ্প সৌরভ স্নিগ্ধ বাতাসে মিশে-
আলিঙ্গন করে তোমার পুষ্পিত তনুকে ।
তুমি জানবে,
প্রেমকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে ।
সৃষ্টিকর্তা নিজেও বিশুদ্ধ প্রেম পেলে-থাকে খুব কাছে !