তোমার নৈকট্যে আমি যে নিভে যাই
বিবর্ণ হয় আমার রক্তিম রং
বিফল হয় সফল অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা ।
তাইতো তোমায় বারণ করি,
জল তুমি আমার কাছে এসো না ।
সোনা দেবো, হীরা দেবো, দেবো মতির মালা
যদি তুমি মুছে দাও আমার মরণ জ্বালা!
জল হাসে
আমি জলের ধর্ম আছে
ফাঁকি দিই না আপন কাজে ।
ঘুষ দিতে চাইলে আমি নিই না কিছুতেই।
তোমার এই অনুরোধ বৃথাই গেল ।
ক্ষোভ জমে, অনল মনে
পথের কাঁটা সরাতে দেরি করা যাবে না ।
অস্ত্রপূর্ণ হাত, যুদ্ধ অপরাধ
জলের কোন অঙ্গহানির খবর পাওয়া যায়নি ।
বিজয় মুকুট জলের মাথায়
অনলের অন্তিম বিদায়
নিভে গেছি গো...
আমি নিভে গেছি চিরতরে ।