শুভ কাজে দেরী নয়-
টেলিফোনে বিয়ে হয় ।
হাতে মেহেদী লাগেনি-
পায়ে আলতা মাখেনি ।
অতিথি আসেনি কনে বাড়িতে
সানাই বাজেনি হৃদয় কাড়িতে ।
পেপার ওয়ার্ক সব সম্পন্ন হলো
বরযাত্রীর পালাটি বাদই ছিলো!
বাসর রাতে ভিডিও টক;
পাশে আছে বন্ধুরা সব ।
জীবন সঙ্গী করেছি যারে
আজই প্রথম দেখব তারে ।
নিজস্ব নিলয়ে পুষ্পের মেলা
রজনীতে হবে, চন্দ্রের খেলা ।
বিমান বন্দরে আনন্দ-লহরীর নাচ
চার পাশে সোনালী আলোর সাজ!
ওরা পেয়ে গেছে প্রিয়জনের সাক্ষাৎ
মালা নিয়ে অপেক্ষায় আমার দু'হাত ।
এয়ারপোর্টে এক যাত্রী গ্রেফতার
প্রমাণ ভিত্তিতে চাইল্ড পর্নোগ্রাফার!
সচেতন না হলে বিয়ের সময়
পরিণাম কখনো শোচনীয় হয়...