দূরবর্তী অনুভূতি
ইংরেজিতে বলে টেলিপ্যাথি।
সর্বপ্রথম সংজ্ঞায়িত করেন জার্মান সাইকোলজিস্ট
"ম্যাক্স দেসোর"
নয়ন ছাড়া দেখা, কান ছাড়া শোনা, দূর থেকে কারো স্পর্শ-জাল বোনা।
কায়া নেই তবু তাঁর ছায়া থাকে পাশে!
স্বজনদের অজানা কোন দূর্ঘটনায়
হাতের জিনিসটি হঠাৎ মাটিতে পড়ে ভেঙ্গে যায়।
সন্তানের বিপদে, শত মাইল দূর থেকে মা টের পান
বার্তা প্রেরণের অদৃশ্য মাধ্যম ‘মহীয়ান’!!!
নীরব সময়, বিষাদিত, বিরহ মুহূর্ত-
ভালোবাসার মানুষটিকে পাওয়ার পরম ইচ্ছা
মন বলে, চলে এসো
যদি মন চায়...
সঙ্গে সঙ্গেই ফোন কল;
আর কিছু নয়, টেলিপ্যাথিরই আশীর্বাদ!!