প্রভাতের আলো,
তোমায় সাক্ষী রেখে, প্রতিজ্ঞা করলাম ।
একটি সত্যের শরীরে আর রক্তক্ষরণ হতে দেব না-
দেব না তাকে, মৃত্যুবরণ করতে !
প্রভু তুমি,
দেবে কি আমায় একটুখানি শক্তি ?
আকাশের নীল, চোখের সামনে, বিবর্ণ হতে চলেছে;
আর আমি চেয়ে চেয়ে দেখবো ?
না...না... দেখবো না
বিশুদ্ধ নীলের নিরাপত্তা আর সত্যকে রক্ষা
করতেই হবে ;
আমি যুদ্ধ শুরু করবো, প্রয়োজনে নিজে মরবো !
বন্ধু তোমরা দেবে কি আমায় একটি অস্ত্র ?
মঙ্গল গাছ কেটে জঙ্গলের সৃষ্টি,
মিথ্যার জয়ে মনোতুষ্টি
সয়ে সয়ে যাবো ?
না, সইবো না !
যার সহায়তায় ময়নাতদন্তের রিপোর্ট বদলেছে
তার মুখোশ খুলে, আসল রূপের ছবি তুলে, দেখাবো বিশ্ববাসীকে !!
শুনানি মুলতবি করে-
আর একটু সময়, দেবেন কি আমায় ?