নির্বাচন আসছে...
বিশুদ্ধ রাজনীতি, ন্যায়-নীতি নিয়ে এত ভাবনা কিসের?
বিদেশী ব্যাংকে রাখা সব টাকা নিরাপদ, নিশ্চিত
সুদে আসলে বাড়ছে।
অন্যের ব্যাংক একাউন্ট হ্যাক করে
অনলাইনেও উপার্জন আছে!
স্ত্রীকে তালাক সংকেতে আতঙ্কিত করার
সঙ্গে সঙ্গে বৃদ্ধ শশুরের পদক্ষেপ-
বাড়ি বিক্রি করে বড় অংকের টাকা কন্ট্রিবিউট।
না, না যৌতুক নয়,
সম্মানের সংজ্ঞায় ফেলেছি।
আমি প্রস্তুত!
ভোটের একদিন আগে
মাঠকর্মীরা কেশ দেবে, ভোট বিক্রেতার হাতে।
'বিজয়' নামক সোনার হরিণকে
চেক দিয়েছি দাবার চালে!