এক সাগর ভালোবাসা সঞ্চয়ে
শুরু হলো শুরুটা।
ভোরের পাখি, ফুলের পাপড়ি আর সূর্যের আলো মিলে ঘুম ভাঙ্গালো
শান্ত সকাল,
শিশিরসিক্ত মন আমার;
কানে কানে স্নিগ্ধতার নির্বাক সংলাপ!
চা + কফি = চাফি, ভিন্নতার প্রতিশ্রুতি
কিছু নতুনত্ব, কিছু অনন্য অনুভূতি;
বর্ণালী সময়ের আবেশে কাছে এসেছ যেভাবে
সেভাবেই থেকো, নয়ন ভরে রেখো সতেজ সোনালী স্বপ্ন দিয়ে।
আরো চাওয়া আরো পাওয়ার অবারিত আশা নিয়ে...
প্রেম প্রেম খেলা নয়, পরিতৃপ্তির পরিণয়!