সূর্যমুখী এক মানুষকে
লোহার খাঁচায় বন্দি করে, কী লাভ হলো বলো?
সারাদিন সারাবেলা,
সোনালী আলোর খেলা চলছে
তাঁর অনুকূল অন্তরে ।
এ খেলায় হার নেই, জিতবেই খেলোয়ার-
সাথে আছে, মায়ের দোয়া একটি সঠিক চাবি
খুলবে তালা ঘুরবে সারাবিশ্ব ।
রেখে যাবে,
অমূল্য অবদান তোমাদেরই জন্যে বিনামূল্যে!
শক্ররা মানচিত্র হারিয়ে
বাম দিকে মোড় নিয়েছে,
যে পথে কালো বিড়াল রাস্তা কাটে;
ওদের যাত্রা অশুভ হবেই!