স্বনামধন্য ভাস্কর তুমি
পাথরের পাখি বানাও, আঁখি দাও,
দাও কৃত্রিম ডানা-
ভেবে দেখেছ কি একবার
কেন নেই তার আকাশে উড়বার অধিকার ?
মানুষের থাকে মন
সে মনকে বেহিসেবী না বলে;
বলো বর্ধনশীল, যত চাও তত বাড়াও, দাও তারে বিশাল বিস্তার ।
মনে ও মস্তিষ্কে ভাবনার রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে-
মেধা ও সম্ভাবনার উদীয়মান সূর্যকে দাও শৈল্পিক রূপ ।
তারপর...দেখ; তার দ্রুততম গতি
দেখ তার উদয়ন ভঙ্গি
দেখ তার আলো ছড়াবার অঙ্গীকার !