সবুজের সাথে লাল মিশিয়ে
সবুজকে আবার পৃথক করতে চেয়ে
ব্যর্থ হয়েছ, কষ্ট পেয়েছ
অবিরাম কেঁদেছ;
অশ্রু গ্রন্থির সবটুকু অশ্রু ঝরিয়ে
নিজেকে ভাসিয়ে দিয়েছ বেদনার বন্যায়!
অবাস্তব চাওয়া, বাস্তব পাওয়া থেকে বিচ্যুত করে-
হতাশাকে মুক্তোর মতো গেঁথে মালা বানিয়ে, পরিয়ে দেয় গলে।
আজ,
তোমার হৃদয়ের ভেতর থেকে উথলে পড়া উত্তপ্ত অতৃপ্তি
আগ্নেয়গিরির লাভার মতো জমে জমে;
বন্ধ করেছে আগামীর দিকে এগিয়ে যাওয়ার পথ!
স্বরচিত শূন্যতার বৃত্তে তুমি আটকে আছো-
থাকবে চিরকাল!!!