ডানা মেলে স্বপ্নপাখি, শুরু করলো শুভযাত্রা
আর কটা দিন পরেই হবে
চাঁদের প্রতিবেশী!
আকাশ-বাড়ির নতুন ঠিকানা পাঠিয়ে দেবো নিশ্চিত
বন্ধু তোমরা আসবে তো?
গন্তব্য আর কত দূর?
উড়ে উড়ে ক্লান্ত পাখি; হিসেবটুকু রাখেনি।
হঠাৎ একদিন ডানা দুটো হলো নিষ্ক্রিয়, নিলো অবসর!
ভেসে থাকার আবেদন বাতাসের কাছে
বাতাস কইলো হেসে-
এই জন্মগত বোকারে বুঝাই কেমন করে;
অচল দেহের ভার বইতে আমি অক্ষম!
মাধ্যাকর্ষণ শক্তির টানে
অবশেষে, মাটির দেহ ফিরলো মাটিতেই!
বাস্তবতার অস্ত্রাঘাতে
অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা হলো নিহত!