এত কথা এত লেখা এত আদেশ উপদেশ
পত্রিকায় হেড লাইন টকশোর নেই শেষ ৷
ভীতি, আতঙ্ক আর হারানোর ভয়
বেড়েই চলেছে সন্তান নিয়ে সংশয়!
মতৃকোলে নবজাতক আসে নিষ্পাপ
কি করে সংসারে আনে অনুতাপ?
হাঁটি হাঁটি পা পা মিষ্টি মুখের ভাষা
এক পর্ব পেরিয়ে অন্য পর্বে আসা;
শৈশব, কৈশর যৌবন আর বার্ধক্য,
একের সাথে অন্যের আছে পার্থক্য ৷
অতি আদরে কচিরা হয় আবেগপ্রবণ
তীব্র শাসনেও কঠিন হয় তাঁদের মন ৷
যা কিছু চায় সবই যদি পায়
বাস্তব জীবনে ওরা অবাস্তব হয়;
সামান্য কিছু অর্জনের জন্য,
জীবনকে ভাবে অতি নগন্য ৷
বর্ধন কালে প্রতারণা দেখে থাকে যারা
পদ্ধতিটি পরবর্তীতে প্রয়োগ করে তারা ৷
বাবা-মায়ের ব্যক্তিত্বে মন্দ উপাদান
উত্তরাধিকার সূত্রে ছেলে মেয়ে পান ৷
পিতা মাতার অবহেলায় বড় হলে শিশু
অন্যের প্রতি অবহেলা ছাড়ে না পিছু ৷
সংশোধিত থাকুন পিতা মাতা
আপনারাই আসল শিক্ষাদাতা ৷