গড়তে গিয়ে ভেঙ্গেছ
ধরতে গিয়ে ছেড়েছ ।
ফুটতে গিয়ে ঝরেছ
উঠতে গিয়ে নেমেছ ।
চলতে গিয়ে থেমেছ
জ্বলতে গিয়ে নিভেছ ।
আনতে গিয়ে দিয়েছ
জানতে গিয়ে ভুলেছ ।
ভাসতে গিয়ে ডুবেছ
হাসতে গিয়ে কেঁদেছ ।


মনটাকে উড়িয়ে
শূন্যতায় দাঁড়িয়ে ।
সম্ভাবনার বন্ধ দুয়ার
খোলা যাবে কি আর ?