এই ভবে এই আমি এসেছি যেদিন
সেদিন থেকেই শুরু জীবনের ঋণ।
প্রকৃতির মাঝে পাই সব আয়োজন
কৃত্রিম অনুদানের নেই প্রয়োজন।
সূর্যের আলোয় আমি সব দেখি তাই
মোমের আলোয় মন সাজাতে না যাই।
পৃথিবীর খোলা পথে করি চলাচল
দিনের শুরুতে দিন করি না বদল!
নিজেকে গড়ার চেষ্টা করি প্রতিদিন
দিনে দিনে কমে যেন সময়ের ঋণ।
শুধু পেয়ে খেয়ে যেতে, আসিনি তো ভবে
সক্ষমতার স্বাক্ষর রেখে যেতে হবে!