স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাসের পর
আবার যারা নিরক্ষর;
আবার যারা নির্বোধ, আবার যারা পরশ্রীকাতর।
যারা রোধ করে আলোর আগমন!
ওদের সহনাতীত তিরস্কার, কটু কথাকে
গায়ে না মেখে
হালকা হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের মতো বেলুনে ভরে
উড়িয়ে দাও শূন্যে!
পৃথিবীতে একবারই আসা, যায় না যেন বৃথা
এগিয়ে যাও, এগিয়ে যাও সম্মুখ পানে...