লাল বেনারসি শাড়ি পরে
এসেছিলে যার ঘরে,
আজ তাঁর অশ্রু বলে;
তোরা সধবাকে সাজিয়ে দে,
শুভ্র সাদা বিধবার রঙে!


*উৎসর্গ* প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে যাদের স্ত্রীরা চিরবিদায় নিয়েছেন তাঁদের সকলকে উৎসর্গ করছি আজকের কবিতাটি।