ওরা বসে আছে পাশাপাশি
উভয়ের ঠোঁটে মৃদু হাসি।
অন্তর থেকে নির্গত লাভা
মানছে না যেন কোন বাধা!



লাভা > কোনো আগ্নেয়গিরি থেকে নিঃসৃত গলিত উত্তপ্ত পদার্থ, এখানে রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে।