দেখে যা, দেখে যা শাওয়ালের চন্দ্রমা
আকাশে আকাশে।
ঈদ মোবারক ঈদ মোবারক
রমজানের মাস শেষে আসে এই দিন।
ঈদ মানে উৎসব; ঈদ মানে ভাগাভাগি ঈদ মানে খুশি...
ঈদ এসেছে সবাই জানি আমার মনটা যে মাতেনি, আগের মতন!
করোনার অপকর্মে শয্যাশায়ী যারা
সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে আসুক তাঁরা
কুৎসিত করোনার চরম আঘাতে প্রাণ দিয়েছেন যারা
তাঁদের আত্মার চিরশান্তি কামনা করছি
আজ পবিত্র দিনের বিশুদ্ধ প্রার্থনা;
পাঠাই প্রভুর দরবারে।
এই গোপন শক্রর আক্রমণ থেকে
আশরাফুল মাখলুকাত যেন রক্ষা পেতে পারে।
(আসরের সকল এডমিন কবি পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের
আন্তরিক শুভেচ্ছা)