অমাবস্যার গভীর রাতে আলো নেই হাতে
পথিক নেই পথে,
ঘোর অন্ধকারে একা চলো না।
পানিতে নেমে কুমিরের বিরুদ্ধে লড়াই করো না।

সাবধানের মার্ নেই-
সাবধানতায় নিজেকে রাখা যায়
নিরাপদ!