রংধনুর পাশে দাড়িয়ে
ঐ রঙের দিকে দেই না দুহাত বাড়িয়ে;
তার আছে সাতটি রঙ, তোমার শুধু একটি।
বাহারি রঙ; বেঁধে রাখে বাতাসের মন
আকাশকে করে আলিঙ্গন,
মোহ শেষে অজানায় মেশে,
স্বনামধন্য জন!
একটি প্রিয় রঙ চাই,
নানা রঙের প্রয়োজন নাই,
দেবে কি তোমার ‘নীল রঙটি’?