স্যার,
আর একটিবার আমার গাড়িতে উঠে বসুন,
আর একটিবার আমাকে বলুন
লালু,
তুই একজন লাইসেন্সপ্রাপ্ত অভিজ্ঞ চালক
তবুও ট্রাফিক জ্যাম তোকে আটকে দেয় কিভাবে?
জবাব পেয়ে গেছি রে লালু;
আমার নিয়ন্ত্রণের বাইরে, রক্ত নিয়ন্ত্রণে অক্ষম হয়ে পড়ে
আমার হৃদপিন্ড।
শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে
রক্তকণিকারা পথহারা।
জীবন নামের রেলগাড়িটা থেমে গেছে, পথের মাঝে
রিস্টার্ট করতে পারছি না আমি!!!
আজ থেকে তুই মুক্ত।
আমার সামনে ইঞ্জিন ছাড়া গাড়ি-
অশরীরী ড্রাইভার দাঁড়িয়ে দুহাত রেখেছে বাড়িয়ে।