হলুদ পাতায় সবুজ প্রাণ
মধ্যাহ্নে শিশিরের ঘ্রাণ ।
অশান্ত বাতাসের ছন্দময় প্রবাহ
উত্তপ্ত মরুর জলসিক্ত আগ্রহ ।
অমাবস্যায় জ্যোৎস্নার ছোঁয়া
অন্ধ চোখে দেখতে পাওয়া ।
বিরল ও ব্যতিক্রমী
হৃদয়কে করে ঋণী ।
আসে বিশেষ আমন্ত্রণে
চলে রিমোট কন্ট্রোলে ।