উল্টো বায়ু লেগেছে পালে
রাজা বন্দী প্রজার জালে!
রাতের পেটে দিন হজম
রবি মামার, মনে জখম।
মানুষ হাসে কথার রসে
সুযোগ পেলে মারে কষে।
গ্লিসারিনের কান্না চোখে
সহানুভূতি দেখায় লোকে।
সাদা কমলা, বায়স দেখি।
প্রকৃতিও কি হয়েছে মেকি?
গোঁজামিলটা থাকে বহাল
রীতি নীতির বড় অকাল।
বায়স > কাক, রবি > সূর্য