ঘরে তোমার ভরা কলস
সামনে মরা নদী,
কলসির পানি ঢেলে দিলে
নদীটি বাঁচতো কি?
প্রশ্নের পাশে প্রশ্ন আসে
উত্তর নাহি মিলে,
বারি চুরি করে যারা
তারা থাকে বিলে।
প্রবাহিণীর জীবন নিয়ে
তারাই আছে ভালা,
পিপাসার জল রাখার দায়ে
তোমার ঘরে তালা।
মৃত নদীর কথা বলতে
আছে কঠিন বারণ,
নদীর শোকে কাঁদে লোকে
জেনে আসল কারণ!