কিছু চুলের রং বদলেছে
তাই কি মনে মেঘ জমেছে?
কিছু পাতা ঝরে গেলে যায় কি ঝরে শাখা?
বসন্ত বিদায় নিলো
বাশিঁটি তো রেখেই গেলো;
বাজাও তারে নিজের সুরে, নিজের হৃদয় ভরে...
বয়স একটি সংখ্যা মাত্র,
বৃদ্ধি পেয়ে জীবনে যুক্ত, সে মরণ সংকেত নয়!
বয়স নিয়ে ভাবলে অতি
বাধা পায় চলার গতি।
প্রবীণদের জ্ঞানের আলো নবীনদের নয়নে ঢালো
হও ওদের অজানা পথের দিশারী।
এই পৃথিবী তোমারে চায়...
যাই যাই বলো না।