প্রেমের একটি সংজ্ঞা আছে
যা খুবই ছোট, ভালোবাসার কাছে।
ভালোবাসার বসবাস আকাশ থেকে পাতালে, বাতাসেও তার সৌরভ।
এর শক্তিতেই পৃথিবী চলমান...
যেখানে সকল জীব, সকল প্রাণ সকল সৃষ্টির স্থান।
শুধু সংজ্ঞা নয়,
এটি সত্য এর আছে বৈশিষ্ট্য।
এই বন্ধন সকলের তরে নিঃস্বার্থ হলে
পৃথিবী হবে আরো শান্তিপূর্ণ, আরো নিরাপদ আরো সুন্দর।
সব ভালোবাসার মরণ হলে;
পৃথিবী যাবে সহমরণে!