সৌরভময় পুষ্পমালা
প্রিয়াকে দেবার পালা!
কেন ভুল বুঝে চলে গেলে
পবিত্র প্রেম পেছনে ফেলে?
ওগো হৃদয় রাজ্যের রানী
তোমার ঠিকানা নাহি জানি-
জানা নেই ফোন নাম্বার
হয়তো কথা হবে না আর ।
সম্ভাবনায় অপ্রত্যাশিত সংঘাত
শুভকামনায় অকল্পনীয় আঘাত;
ভালোবাসায় এসেছে চরম দ্বন্দ্ব
মনের দুয়ারটি হয়েছে চিরবন্ধ ।
তাকে পাগলের মত খোঁজনা
ভিন্ন পথের পথিক দু’জনা ।
উদার আকাশে যখন উঠল পূর্ণ চাঁদ
গগনে তখন পাতল ঘন মেঘের ফাঁদ ।
রূপালী চাঁদের আলো রইলো আড়ালে
কালো মেঘের দিকে তুমি হাত বাড়ালে ।
প্রেম-ভূবনে আজ প্রবল ঘূর্ণিঝড়
বেদনার বজ্রপাতে কম্পিত অন্তর!