ফুল ফুটবে অলি খুঁজবে
সৃষ্টির এ ধারাকে কে আটকাবে?
ওগো প্রেমের স্বর্ণলতা,
শিকড়হীন এক ভালোবাসার বৃক্ষে
নিজেকে জড়িয়ে
আবিষ্কার করে গেলে, প্রেমের পিস্তল!

মানবরূপী দানব প্রেমিক
মুখে মধুর বচন, হৃদয়ে ধরেছে পচন
বিবেকের হয়েছে পতন।
আর মানবতা? শব্দটির সাথে তার হয়নি পরিচয়।

প্রেমিকের জুতোজোড়া রক্তিম হয়েছে
স্বর্ণলতার তাজা রক্তে।
নিথর দেহ পড়ে আছে, পথের শুরুতে
পাগলিনী মায় ডাকে;
স্বর্ণলতা… স্বর্ণলতা… ও স্বর্ণলতা
সারাটি জীবন ডাকলেও মা;
স্বর্ণলতা আর সাড়া দেবে না!

এক জীবনের ভালোবাসা,
অনাগত সন্তানের মাতা, স্বর্ণলতা
পৃথিবী তোমায় বিবর্ণ করে, দিলো চিরবিদায়!!!