যে প্রেমের মহিমায়
ফুটেছে কুসুম হৃদয়ে হৃদয়ে;
সে প্রেমের পাশে
আগুন শব্দটি কে লিখেছে?


(খুদ মানে চালের ভগ্নাংশ বা ক্ষুদ্রাংশ)