তোমার পাঠানো উপহার হরণ করেছে
পৌঁছেনি আমার ঠিকানায়
তাই তুমি কাঁদলে ?
সারা নিশি, আঁখি না মুদে, নিদ্রাহীন জাগলে ?
বলা হয়নি,
তুমি আমার, পরম উপহার !
তোমায় ভালোবেসে
হৃদয়ের সবকটা জানালা-খুলেছি আমি হেসে
এ ভালোবাসা-
অকৃত্রিম, অশেষ, শর্তহীন...
যাতে নেই জ্যামিতি, নেই দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা ;
আয়তনে আঁকা মানচিত্র নয় ।
এ যেন এক অদৃশ্য শক্তি-
সকল আঘাত,
সকল বাঁধা,
নিষ্ক্রিয় হয় যার স্পর্শে !